ব্রেকিং ❯

For Advertisement

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সিত্রাং এর প্রভাব পড়তে শুরু করেছে।সমুদ্রবন্দরকে ৮ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে।

২৪ অক্টোবর ২০২২, ৪:৩০:১০

নিজেস্ব প্রতিনিধি

ঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘সিত্রা’-এ রূপ নেওয়ায় উপকূলীয় এলাকা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এর প্রভাব পড়তে শুরু করেছে।

গতকাল রোববার দিবাগত রাত থেকে ঝড়ো হাওয়া বইছে। শুরু হয়েছে বৃষ্টি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপজেলার সব নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।

আজ সোমবার সকাল থেকে উপজেলা শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়েছে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। যানবাহনগুলো সড়কে তেমন দেখা যাচ্ছে না।

আবহাওয়া অফিস থেকে পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে। ভোর থেকে দুর্যোগ মোকাবিলায় উপজেলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবকেরা মাঠে নেমে পড়েছেন।

রাঙ্গাবালী উপজেলার সিপিপির স্বেচ্ছাসেবক কর্মীরা দুর্যোগ মোকাবিলায় ভোর রাত থেকেই মাঠে নেমেছেন। সংকেত পতাকা উত্তোলনসহ নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।

রাঙ্গাবালীর সিপিপি প্রধান মোঃ মুকুল বলেন, উপজেলায় বেশ কিছু এলাকার বাঁধ ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ আছে। এ কারণে স্বেচ্ছাসেবকেরা আগুনমুখা নদীপারের বাসিন্দাদের আগেভাগেই কাছাকাছি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে যেতে বলা হচ্ছে।

দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও বন্যা আশ্রয়কেন্দ্র এবং  মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে।

দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে মানুষের চিকিৎসাসেবা দেওয়ার জন্য  চিকিসৎক দল গঠন করা হয়েছে।

For Advertisement

দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: