সুজন মাহমুদ

নিজস্ব প্রতিনিধি

For Advertisement

পটুয়াখালীর রাঙ্গাবালীতে অগ্নিকাণ্ডে এক দোকান পুরে ছাই

১৫ জানুয়ারি ২০২৩, ৭:০৮:০১

নিজেস্ব প্রতিনিধি রাঙ্গাবালী পটুয়াখালী

পটুয়াখালীর রাঙ্গাবালীতে একটি মুদি-মনহরি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রবিবার ভোর ৭ টার দিকে রাঙ্গাবালী উপজেলার  ছোটবাইশদিয়া ইউনিয়নের গহীনখালী গ্রামের সাহেদ বাড়ির কাছে রাস্তার পাশের একটি দোকানে অগ্নিকাণ্ডে এই ঘটনা ঘটে এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার হ্মতি সাধন হয়৷  এলাকার কিছু মানুষ এগিয়ে আসলেও আগুন নেভাতে পারেনি৷

এ বিষয়ে যানতে চাইলে দোকান মালিক আঃ গনি বলেন, প্রতিদিনের মত ভোরে দোকানটি খুলি কিছু সময় পরে চায়ের জন্য গ্যাস সিলেন্ডারে পানি গরম করতে বসাই দোকান পরিস্কার করে ময়লা গুলো একটু কাছে ফেলতে যাই এসে দেখি গ্যাস সিলেন্ডার থেকে পুরো দোকানে আগুন ছেয়ে গেছে দোকানে আগুন লেগেছে ডাক চিৎকারে গ্রামের আসে পাসের মানুষ ছুটে আসে আগুন নেভানোর জন্য প্রানপন চেস্টা করি কিন্তু আগুন নেভাতে পারিনি,কান্না জরিত কন্ঠে তিনি বলেন দোকানে নগদ টাকা,ফ্রিজ,ও একটি টেলিভিশন, মুদি মনহরি মালামাল চাল,ডাল সহ প্রায় ৪ লাখ টাকার মতো হ্মতি হয়েছে৷

For Advertisement

দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: