For Advertisement
নীলফামারী কিশোরগঞ্জে নাইট ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ ছোটন মিয়া নীলফামারী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় গাড়াগ্রাম স্পোর্টিং ক্লাব কতৃক আয়োজিত গাড়াগ্রাম ইউনিয়নে প্রথম টুর্নামেন্ট গাড়াগ্রাম T-10 নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলাটি বাফলা হাজীপাড়া সুখের কলি স্পোর্টিং ক্লাব বনাম মাগুড়া নবীন রাইডার্স এর মধ্যকার খেলাটি ১০ ওভারের মধ্যে সীমাবদ্ধ খেলার মাঝেই মাগুড়া নবীন রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে বাফলা হাজীপাড়া সুখের কলি স্পোর্টিং ক্লাব দলটি বিজয় অর্জন করে।
উক্ত খেলাটিতে জনাব মো: সিদ্দিকুর রহমান (সুজন) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল জনাব মো: মোশারফ হোসেন, সদস্য, কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামীলীগ, সদস্য নীলফামারী জেলা আওয়ামীলীগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আজহারুল ইসলাম আল আজাদ, প্রধান শিক্ষক, গাড়াগ্রাম উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব মো: আ: বাতেন, বিশিষ্ট ব্যবসায়ী, গাড়াগ্রাম ইউনিয়ন, কিশোরগঞ্জ, নীলফামারী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিল জনাব মো: শহিদুল (মেম্বার) ৩ নং ওয়ার্ড, গাড়াগ্রাম ইউ. পি., জনাব মো: আব্দুল কাফি, শ্রী সন্তষ রায়, জনাব মো: বাহাদুর রহমান (মেম্বার)।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মো: মোশারফ হোসেন বলেন গাড়াগ্রাম ইউনিয়নে রাতে এত দর্শকের উপস্থিতিতে এত সুন্দর পরিবেশ খেলাটি আয়োজন করায় গাড়াগ্রাম স্পোর্টিং ক্লাবের সকল সদস্যকে অভিনন্দন জানাই। তার সাথে আর অভিনন্দন জানাই যারা আজকের খেলায় রানার্সআপ হয়েছে। তারা ভালো করে খেলেছে। আর খেলায় হার জিত থাকে। আজকে যারা পরাজিত হয়েছে ভবিষ্যতে তারাই তাদের ভুলগুলো সংশোধন করে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশা করি।
খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রাইজমানি তুলে দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন।
For Advertisement
দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]

পাঠকের মন্তব্য: