For Advertisement
দূর্ঘটনায় বাড়ি ফেরা হলো না এসএসসি পরীক্ষার্থীর

হারুন অর রশিদ হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় সিএনজি ও অবৈধ নসিমনের সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়ে বাড়ি ফেরা হলো না ইয়াসিন নামের এসএসসি পরীক্ষার্থীর।
পারিবারিক সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) নিহত ইয়াসিন তার বড় ভাইকে এয়ারপোর্টে এগিয়ে দিয়ে গৌরিপুর থেকে সিএনজি যোগে বাড়ি আসার পথে হোমনা বাস স্টেশন সংলগ্ন ব্র্যাকব্যাংক সম্মুখের সড়কে ৩.৩০ মিনিটের দিকে সিএনজি ও অবৈধ নসিমনের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী ইয়াছিন মিয়া (১৭) ও হোসনা বেগম (৩৫) নামের দুইজন মারাত্মকভাবে আহত হয়। আহত অবস্থায় দুইজনকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে রোগীদের অবস্থা আশাংকাজনক হওয়ায় একজন ঢাকা মেডিকেল কলেজ ও অপরজনকে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। আহত ইয়াছিনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়দ। আহত হোসনা বেগম বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত ইয়াসিন ঘারমোড়া একেএম ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয়ের এস এসসি পরীক্ষার্থী ও উপজেলার শ্রীপুর গ্রামের প্রবাসি নুরুল ইসলামের ছেলে ও আহত হোসনা বেগম বাকশিতারামপুর গ্রামে মো. রাশেদ মিয়ার স্ত্রী।
ইয়াছিন মিয়ার অকাল মৃত্যুতে তার বন্ধুমহলসহ পুরো এলাকা জুড়ে বইছে শোকের মাতন।
হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদুল্লাহ জানান, আহত ইয়াসিন ও হোসনা বেগমকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক ও পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।
For Advertisement
দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]

পাঠকের মন্তব্য: