For Advertisement
ত্রিশালে একতা ব্রিকস ভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ নেই কোন অনুমোদন

ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের এলংজানি বাজার সংলগ্ন একটি ইটভাটায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেদারছে অবাধে কাঠ পোড়ানো হচ্ছে। ভাটার মালিক প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা প্রতিবাদ করার সাহস পায়না। তারা প্রশাসনের জরুরী দৃষ্টি কামনা করেছেন। এছাড়াও এই উপজেলায় অসংখ্য ইটভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ।
জানা যায়, এলংজানি বাজার সংলগ্ন মেসাস একতা ব্রিকস’ নামের অবৈধ ইটভাটা এটি। এর নেই কোনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। উক্ত ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় পার্শ্ববর্তী বাড়ীর লোকজন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এছাড়াও ফসলি জমির পাশে ইটভাটা স্থাপন করায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক পার্শ্ববর্তী বাড়ীর লোকজন জানান ইটভাটার কালো ধোঁয়ায় তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। স্থানীয় বাজারের লোকজন জানান বাজারের পাশেই গড়ে উঠা ইটভাটার কারণে স্বাস্থ্যঝুঁকিতে বাজারের ক্রেতা ও ব্যবসায়ীরা।
ভাটার ভিতরে কাঠ ছোট বড় করার জন্য করাতকল ব্যবহার করে প্রতিদিন পোড়ছেন হাজার হাজার মণ কাঠ।
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে একতা ব্রিকসে গেলে এর সত্যতা পাওয়া যায়। ব্রিকসে প্রবেশের পর কাঠের ছবি তুলতে গেলে কাউছার নামে ব্যক্তি জানান, কাঠগুলো আমরা অন্যত্র নিয়ে যাচ্ছি। দয়া করে আমাদের ক্ষতি করবেন না।
ভাটার শ্রমিকরা বলেন মালিকপক্ষের নির্দেশে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান জানান অবৈধ ইটভাটাগুলোকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।
For Advertisement
দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]

পাঠকের মন্তব্য: