ব্রেকিং ❯
প্রচ্ছদ / সারাদেশ / বিস্তারিত

For Advertisement

ডিমলায় সিসি ক্যামেরা আওতায় থাকছে দূর্গা মন্ডব

২৭ সেপ্টেম্বর ২০২২, ৬:৪০:০৭

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলায় প্রতিটি দূর্গা মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে ইউএনও বেলায়েত হোসেন। তিনি বলেন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পূজা শেষ না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে আনসার সদস্য রাখা হয়েছে । ২৭-সেপ্টেম্বর (মঙ্গলবার) উপজেলা পরিষদ হলরুমে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সর্বমোট ৭৮টি পূজা মন্ডবের পূজা উৎযাপন কমিটির সভাপতি-সম্পাদকের অনুকূলে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় প্রতিটি মন্ডবের জন্য ৫ শত কেজি করে “জি আর চাউল বরাদ্দ” প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, ওসি মো: লাইছুর রহমান, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু মোহিত কুমার সিংহ রায় সহ উপজেলার প্রতিটি ইউনিয়নের পূজা উৎযাপন কমিটির সভাপতি সম্পাদক বৃন্দ। বক্তারা বলেন- আজান-নামাজের সময় মসজিদের পার্শ্ববর্তী পূজাপগুলোতে শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে অনুরোধ জানিয়েছেন।

For Advertisement

দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: