For Advertisement
ডিমলায় চরাঞ্চলর সুবিধাবঞ্চিতদের মাঝে মুরগীর ঘর বিতরণ

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
“উত্তরাঞ্চলর সীমানাবর্তী সুবিধা বঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধত চরাঞ্চল সম^িত প্রাণিসম্পদ উনয়ন প্রকল্পর প্রশিক্ষনার্থীদর মাঝে মুরগীর ঘর প্রদান করা হয়। উপজলা প্রাণিসম্পদ দপ্তর ও ভটরিনারি হাসপাতালের আয়োজন বহস্পতিবার (১লা সপ্টম্বর) সকাল উপজলা প্রাণিসম্পদ চত্ত্বর উপজলা নির্বাহী অফিসার মা: বলায়ত হাসনর সভাপতিত্ব ও প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মা: সাইদুর রহমানর সঞ্চালনায় অনুষ্ঠান উপস্থিত ছিলেন-উপজলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযাদ্ধা মা: তবিবুল ইসলাম, ভাইস চয়ারম্যান বাবু নীরদ্র নাথ রায়, কষি অফিসার কষিবীদ মা: সকদার আলী, সমাজসেবা কর্মকর্তা নূরুন নাহার নুরী, এলডিডি প্রকল্পর প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোছা: জানাতুন ফরদসী, এলএফএ মোছা: রাবয়া সুলতানা, মাহফুজ ইসলাম, এলএসপি মা: বাদশা সকদার ভুট্টু সহ প্রাণিসম্পদ দপ্তরর বিভিন প্রকল্পর কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাবঞ্চিতরা উপ¯িত ছিলন। ডিমলা উপজলায় ৬টি ইউনিয়ন ও ৪টি ছিট মহল ১৬৫ জন সুবিধা বঞ্চিদর মধ্য ২৫ আগস্ট লটারীর করা হয়। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপ ৬২ জন বিজয়ীক মুরগীর ঘর প্রদান করা হয়। সংক্ষিপ্ত আলাচনায় বক্তরা বলন, সরকারর বিভিন প্রকল্পর মাধ্যম সুবিধাবঞ্চিত ও চরাঞ্চলর জনগনর উনয়নর কাজ কর যাচ্ছে ।
দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
For Advertisement
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]
Developed by RL IT BD
পাঠকের মন্তব্য: