For Advertisement
ডিমলায় কোভিড-১৯ ফাইজার টিকার শুভ উদ্বোধন

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলায় ৫ থেকে ১১ বছর বয়সী সকল ছাত্র-ছাত্রীকে কোভিড-১৯ ভ্যাকসিন ফাইজার প্রদানের শুভ উদ্ভোন করা হয়। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে স্বপন বিদ্যা নিকেতন ও ডিমলা সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফাইজার টিকার শুভ উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আফতাব উদ্দিন সরকার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মো: রাশেদুজ্জামান, এমটিইপিআই অভিজ কুমার সিংহ রায়, মো: জহুরুল ইসলাম, স্বাস্থ্য সহকারী মো: হাফিজুল ইসলাম, জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হক সাহেব, স্বপন বিদ্যা নিকেতনের অধ্যক্ষ অরবিন্দু মোহন্ত সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবববৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন কোভিড-১৯ প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হইতে হবে। পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভ্যাকসিন প্রদান করা হবে। নিজের বাচ্চাকে ভ্যাকসিন দিন এবং অন্যকে ভ্যাকসিন দিতে উৎসাহিত করুন।
For Advertisement
দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]

পাঠকের মন্তব্য: