প্রচ্ছদ / সারাদেশ / বিস্তারিত

For Advertisement

ডিমলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

২৫ ফেব্রুয়ারি ২০২৩, ৫:২১:৪৫

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলার ৪নং খগা খড়িবাড়ী ইউনিয়নের খগা খড়িবাড়ী (উত্তর বাড়ী) গ্রামের মৃত: আব্দুল খালেক এর পুত্র বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানী হেলাল (৭০) গতকাল সকাল ৯ টা ৩০ মিনিট সময় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগৃহী রেখে গেয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ডিমলা থানার একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় সমহিত করার জন্য গার্ড অব অর্নার প্রদান করা হয়। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন- ইউএনও বেলায়েতে হোসেন। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: তবিবুল ইসলাম, অত্র ইউ.পি চেয়ারম্যান রবিউল ইসলাম (লিথন), উপজেলা সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ সামছুল হক, ডিমলা থানা পুলিশসহ সকল বীরমুক্তিযোদ্ধা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পুলিশের কুজকাওয়াজের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদান করে তার দাফনকার্র্য সম্পন্ন করে। তার মৃত্যুতে এলাকাবাসীসহ বিভিন্ন পেশার মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করে শোক জানিয়েছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

For Advertisement

দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: