For Advertisement
ঠাকুরগাঁওয়ে অটো চার্জার ৩ চোর জেলহাজতে

তন্ময় শাহ্, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে যাত্রী বেশে উঠে চার্জারের চালককে মারপিট করে চার্জার ছিনতাইয়ের সময় ৩ জনকে আটক করা হয়। এ সময় অপর ২ ছিনতাইকারী পালিয়ে যায়। রোববার রাতে সদর উপজেলার সালন্দর ইক্ষু খামার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত সোমবার চার্জারের মালিক সদর উপজেলার চিলারং মধ্যপাড়া গ্রামের মো: আবুল হোসেনের ছেলে মো: আব্দুর রাজ্জাক (৩৭) বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন আব্দুর রাজ্জাক তার ভাড়ায় চালিত চার্জারটি নিয়ে পৌর শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সামনে আসেন। সেখানে ছিনতাইকারী দলের সদস্য সদর উপজেলার সালন্দর ভাঙ্গাপুল গ্রামের আইয়ুব আলীর স্ত্রী মোছা আজিমা বেগম সাথি (৪০) ও সালন্দর রাম বাবুর গোডাউনের পাশ^বতী গ্রামের মো: আলামিন (২৫) যাত্রী বেশে অটো চার্জারটি ভাড়া করে সালন্দর চৌধুরী হাটে যেতে বলেন। সালন্দর চৌধুরীহাটে পৌছালে যাত্রীরা জানায় তাদের আরও ২ জন মানুষ ইক্ষু খামারের সামনে আছেন। কিন্তু আব্দুর রাজ্জাক সেখানে যেতে রাজি না হলে ছিনতাইকারীরা মারপিট করে, বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে তাকে ইক্ষু খামারের সামনে নিয়ে যায়। সেখানে পূর্বে থেকেই ওৎ পেতে থাকা ছিনতাইকারী দলের সদস্য সালন্দর সিংপাড়া গ্রামের মৃত সিকিল আলীর ছেলে মো: আইয়ুব আলী (৪৫) ও একই গ্রামের মো: আফসার আলীর ছেলে মো: দুলাল মিয়া (৩২) এসে আব্দুর রাজ্জাককে বেধরক মারপিট করে মুখে কাপড় পেচিয়ে ফেলে রেখে অটো চার্জারটি নিয়ে সদর উপজেলার নীলারহাটের দিকে চলে যায়। কিছুক্ষণ পরে মো: ইউসুফ আলী নামে এক মটরসাইকেল চালক ওই পথ দিয়ে আসার সময় চালক আব্দুর রাজ্জাক চিৎকার করে সাহায্য প্রার্থনা করেন। পরে ওই মটরসাইকেলে চেপে আব্দুর রাজ্জাক নীলারহাটে গেলে সেখানে তার অটো চার্জারটি দেখতে পান। এ সময় চিৎকার শুরু করলে বাজারের লোকজন ছিনতাইকারীদের আটক করে মারপিট শুরু করে। কৌশলে মো: আলামিন (২৫) নামে এক ছিনতাইকারী পালিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ নিলারহাটে গিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
For Advertisement
দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]

পাঠকের মন্তব্য: