For Advertisement
ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫

তন্ময় শাহ্, ঠাকুরগাঁওজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ঠাকুরগাঁও -গড়েয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন ও আহত ৫ জনের খবর পাওয়া গেছে।
স্থানীয়দের কাছে জানা যায়, গত ১৭ অক্টোবর সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টায় গড়েয়া ইক্ষু সেন্টারের সামনে ঠাকুরগাঁও থেকে যাত্রী নিয়ে আসা একটি পাগলু (থ্রি হুইলার) ও মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে মটর সাইকেলে থাকা গড়েয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লস্করা নিবাসী মরহুম আব্দুল সাত্তারের বড় ছেলে সেলিম রেজা (বারুল) ৫৫ গুরুতর আঘাত পেলে তাকে এম্বুলেন্সে নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওয়ানা দিলে এম্বুলেন্সের মধ্যে রানীর বন্দর নামক স্থানে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
অপর ৫ জন আহত ব্যক্তিকে ঠাকুরগাঁও জেনারেল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে নাহিদ ইসলাম, পিতা মৃত নজরুল ইসলাম, গ্রাম গড়েয়া গোপালপুর তার একটি পা ভেঙে যায়, তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়।
সড়ক দুর্ঘটনায় নিহত সেলিম রেজা (বারুলের) মরাদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং ১৮ অক্টোবর মঙ্গলবার সকালে তার নিজ পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পর্ন করা হয়।
গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রইচ উদ্দিন সাজু মাষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এবং নিহত শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা জ্ঞাপণ করেন।
For Advertisement
দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]

পাঠকের মন্তব্য: