ব্রেকিং ❯
প্রচ্ছদ / সারাদেশ / বিস্তারিত

For Advertisement

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় সিত্রাং-এ ব্যাপক ক্ষতি, গাছ উপড়ে পড়ে বিধ্বস্ত বসতঘর

২৫ অক্টোবর ২০২২, ৭:৩২:৫৬

কামরুল হাসান মুরাদ :: ঝালকাঠিতে ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে টানা বৃষ্টিপাত ও বাতাসে গাছপালা উপড়ে পড়েছে। বিভিন্ন স্থানে গাছ উপড়ে বসতঘর বিধ্বস্ত হয়েছে। গাছ পড়ে থাকায় অভ্যন্তরিণ সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। হালকা ও ভারী বর্ষায় এবং দমকা হাওয়ায় গত দুই দিন ধরে জেলায় কিছু এলাকায় সাময়িক সময় বিদুৎ থাকলেও অধিকাংশ জায়গায় বিদুৎ সরবারহ বন্ধ রয়েছে। ঝড়ে জেলার বিভিন্ন স্থানে গাছ পড়ে বিদ্যুতের খুটি ও সঞ্চলনায় লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এখনো বন্ধ রয়েছে বিদুৎ সরবারহ। মোবাইল ফোন ও ওয়াইফাই সংযোগও বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন এলাকাবাসী। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে দুই-তিন ফুট বৃদ্ধি পেয়েছে। এতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত, মাছের ঘের ও বসতঘর। এখনো পানি বন্দি রয়েছে অসংখ্য পরিবার। অপরদিকে সকাল থেকে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়িতে ফিরতে শুরু করেছে। পানি ঢুকে অনেকের বসতঘরের মালামাল নষ্ট হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। তবে এখ নপর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন, কৃষি ও মৎস্য বিভাগ। তবে মাঠ পর্যায়ে কর্মীরা কাজ শুরু করেছে বলে এসব দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

For Advertisement

দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: