For Advertisement
চাঁদা দিয়ে শিক্ষক বিদায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে, বড়বাইশদিয়া এ.হাকিম মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষক বিদায় অনুষ্ঠানের নামে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।বড়বাইশদিয়া এ. হাকিম মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক জয়নাল আবেদীন এর বিদায় অনুষ্ঠানের জন্য ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ১৫০ টাকা এবং ৯ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সকল ছাত্র /ছাত্রীর কাছ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। ঐ বিদ্যালয় মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা ৩০৯ জন। তাদের হিসাব মতে সকল ছাত্র/ছাত্রীর কাছ থেকে মোট আদায় হবে ৫০০০০(পঞ্চাশ হাজার) টাকা। আর এই দুর্দিনে ছেলে মেয়েরা তাদের অভিভাবকের কাছ থেকে আনছেন এই টাকা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহতাব হোসাইন বলেন, জয়নাল স্যারের বিদায় অনুষ্ঠানের জন্য ছাত্র/ ছাত্রীরা টাকা উঠিয়ে আমাদের কাছে দিচ্ছেন, এই টাকা তার বিদায় অনুষ্ঠানের জন্য খরচ করা হবে। সহকারী শিক্ষক মোঃ সামচুল হুদা বলেন শিক্ষক বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীরা টাকা দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে এবং শিক্ষার্থীরা নিজেরাই টাকা উত্তালন করে আমাদের কে দিচ্ছে। এখানে আমাদের ব্যাক্তিগত কোন চাহিদা নাই । তবে নাম প্রকাশে অনিচ্ছুক ক-একজন শিক্ষার্থী বলেন আমাদের কাছ থেকে স্যারেরা জোরকরে টাকা নিচ্ছেন, জয়নাল স্যারের বিদায় অনুষ্ঠানের জন্য অনেক টাকা লাগবে আর এতো টাকা আমাদের পক্ষে দেয়া সম্ভব না।
অভিভাবক মোঃ মজিবর সিকদার ও মফিদুল ইসলাম বলেন, বর্তমানে আমাদের মতো গরীব মানুষের ছেলে মেয়েদের লেখাপড়া করানো খুব কঠিন। পরিক্ষার ফী, মাসিক বেতন, বিদায় অনুষ্ঠান, খাতা কলম সহ বিভিন্ন খাতে টাকার প্রয়োজন। এতো টাকা আমরা কোথায় পাবো। তারা আরো বলেন যে বিদায় অনুষ্ঠানের জন্য টাকা লাগবে কিন্তু টাকার পরিমানটা বেশী হয়ে যায়। এই দুর্দিনে এত টাকা দিয়ে একজন শিক্ষক কে বিদায় দেওয়া খুব কঠিন । যদি তারা সকলের কাছ থেকে ৫০ টাকা করে নিতো তাহলে আমারা দিতে পারতাম । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অনাদী কুমার (বাহাদুর) এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি (মুঠোফোনে) বলেন, উক্ত বিষয়ে আমি কিছু জানিনা, যদি এমন কিছু হয় তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
For Advertisement
দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]

পাঠকের মন্তব্য: