ব্রেকিং ❯
প্রচ্ছদ / সারাদেশ / বিস্তারিত

For Advertisement

গন ধোলাইয়ের শিকার সেই যুবলীগ নেতা বহিস্কার

৪ অক্টোবর ২০২২, ৬:০৭:৩১

ফাইদুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ছাগল চুরি করে পালানোর সময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ হাবীবকে দলের সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান যুবলীগের স্থানীয় নেতারা। পৌর যুবলীগের আয়োজনে সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের শৃংখলা পরিপন্থী কাজ করে দলের ভাবমুর্তি নষ্ট করার অভিযোগে তাকে বহিস্কার করা হল। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মন্ডল, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস আলী ছুটু, সাধারণ সম্পাদক শাহজালাল বাবুল সহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ যুবলীগ নেতা হাবীব ও অন্য একজন মিলে একটি খাশি ছাগল মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যাওয়া সময় রবিবার দুপুরে পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে ধরা পড়ে এবং জনতা তাদের গন ধোলাই দেয়। গন ধোলাই দেওয়ার একটি ভিডিও ক্লিপ নেট দুনিয়ায় ভাইরাল হয় এবং এ নিয়ে গনমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়।

For Advertisement

দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: