ব্রেকিং ❯
প্রচ্ছদ / সারাদেশ / বিস্তারিত

For Advertisement

ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা উদ্বোধন

২০ অক্টোবর ২০২২, ৪:০৩:২৩

ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস’ উপলক্ষে মাসব্যাপী আয়োজনের উদ্বোধন করা হয়েছে। বুধবার উত্তরার তুরাগ এলাকায় সচেতনতামূলক র‌্যালি শেষে হাসপাতালের মূল ফটকের সম্মুখে ‘স্তন ক্যান্সার বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়াদি তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক উলফাত জাহান মুন বলেন, ‘স্তন ক্যান্সার প্রতিরোধে আমাদের সচেতন থাকা উচিৎ। এজন্য যথাসময়ে ডাক্তারের শরণাপন্ন হওয়ার পাশাপাশি নিয়মিত চেক-আপ করা প্রয়োজন। ‘স্তন ক্যান্সার এখন আর ভয়ের কিছু নয়। আমাদের দেশেই উন্নত প্রযুক্তিতে এর চিকিৎসা সম্ভব।’

উপস্থিত চিকিৎসকরা বলেন, ‘স্তন ক্যান্সারে নারীদের মৃত্যুর হার বেশি। সাধারণত ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। এতদিন এ ক্যান্সার বিষয়ে নারীদের সচেতন করার উদ্যোগ বেশি থাকলেও এখন পুরুষদেরকেও সচেতন করার জোর চেষ্টা চালানো হচ্ছে।

For Advertisement

দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: