For Advertisement
ইনজুরিতে মুনিম, খোঁজ রেখেছেন সাকিব

বঙ্গবন্ধু বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন ওপেনার মুনিম শাহরিয়ার। সেখানে ব্যাট হাতে পাওয়ারপ্লেতে প্রতিপক্ষ বোলারদের ওপর রীতিমত তান্ডব চালাতে দেখা গিয়েছিল মুনিমকে। ফলস্বরূপ জাতীয় দলে ডাক পেয়ে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হয় এই ওপেনারের। যদিও সেই সিরিজে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন মুনিম। এরপর ওয়েস্ট-ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ পেলেও রান করতে পারেননি এই ওপেনার।
ঘরোয়া ক্রিকেটে নিজের ব্যাটিং প্রতিভার ঝলক দেখাতে পারলেও জাতীয় দলে এসে পাঁচ টি-টোয়েন্টি খেলে মুনিম শাহরিয়ার করেছেন মাত্র ৩৪ রান। যে কারণে এশিয়া কাপের দল থেকে বাদ পড়তে হয়েছিল এই ক্রিকেটারকে। দল থেকে বাদ পড়লেও নিয়মিতই তার সাথে যোগাযোগ করতেন জাতীয় দলের ক্রিকেটাররা। মুঠোফোনে ঢাকা পোস্টকে মুনিম জানালেন বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানসহ আরও ২-৩ জন ক্রিকেটার খোঁজ খবর রাখতেন তার।
এ বিষয়ে মুনিম বলেন, ‘গেল কয়েকমাসে সবার সাথে না হলেও ২-৩ জনের সাথে যোগাযোগ হয়েছে। এর মধ্যে নিয়মিত সাকিব ভাই খোঁজ খবর নিয়েছেন। এছাড়া (মাহমুদউল্লাহ) রিয়াদ ভাই, (মোসাদ্দেক হোসেন) সৈকত ভাইয়ের সাথেও যোগাযোগ হয়েছে আমার।’
জিম্বাবুয়ে সফর থেকে ফেরার পরই ইনজুরির কবলে পড়েন মুনিম শাহরিয়ার। জানা গেছে দীর্ঘদিন ধরেই পিঠের ব্যথায় ভুগছেন তিনি। যদিও ইনজুরি থেকে ফিরতে কাজ করে যাচ্ছেন মুনিম। তবে বর্তমানে তাকে বিশ্রামে থাকতে হচ্ছে বলে জানালেন এই ওপেনার।
মুনিম বলেন, ‘ইনজুরির অবস্থা মোটামুটি। ইনজেকশন নিয়েছি গতকাল, এখন ২-৩ দিন বিশ্রাম নিতে হবে। এরপর ফিজিওর সাথে কথা বলবো। তিনি দেখেশুনে জানাবেন কী অবস্থা, কয়েকদিন পরই হয়ত মাঠে নামতে পারবো। আশা রাখছি দ্রতুই মাঠে ফিরবো।’
১২ সেপ্টেম্বর থেকে টাইগারদের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরামের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তিনদিনের ক্যাম্প শুরু হবে। জানা গেছে ৩০-৩১ জন ক্রিকেটার থাকবেন এ ক্যাম্পে। শ্রীরামের ক্লাসে মুনিম শাহরিয়ার থাকছেন কিনা সে প্রশ্নের উত্তর সময়ের কাছেই তোলা থাকলো।
দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
For Advertisement
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]
Developed by RL IT BD
পাঠকের মন্তব্য: