ব্রেকিং ❯
প্রচ্ছদ / সারাদেশ / বিস্তারিত

For Advertisement

আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনা সরকারের অধিনেই –আমির হোসেন আমু

১ অক্টোবর ২০২২, ৭:৩৯:২৩

কামরুল হাসান মুরাদ :: ১৪ দলের মুখপাত্র ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ি এবং শেখ হাসিনা সরকারের অধিনে। আজকে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের রাজনৈতিক ভাবে মোকাবেলা করা হবে। যদি তারা নির্বাচনে অংশ গ্রহণ না করে রাজনৈতিতে বিগত দিনের মত উচ্ছেদ হয়ে যাবে ।

শনিবার সকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আওয়ামী মৎসজীবী
লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে
আমির হোসেন আমু এসব কথা বলেন।
বিএনপি জোটকে উদ্দেশ্য করে আমির হোসেন আমু এমপি আরও বলেন, আগামীতে তাদের নিজেদের অস্তিস্ত রক্ষার কারণেই তারা নির্বাচনে অংশ গ্রহণ করবে।
জনগণের কাছে যদি থাকতে হয় তবে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য বর্ষিয়ান এ নেতা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর। বিশেষ অতিথির বক্তব্য দেন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, বরিশাল বিভাগীয় সহসভাপতি মো. ইউনুস, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান। নতুন কমিটি আগামী এক মাসের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমির হোসেন আমু।

For Advertisement

দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: