For Advertisement
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় জেল জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে মায়ের দোয়া বেকারির পরিচাল জাহিদুল ইসলামকে (৩৫) এক মাসের জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ১ টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ এ আদেশ দেন।
জানা গেছে, উপজেলা সদরের সিনেমা হলপট্টি এলাকায় অবস্থিত মায়ের দোয়া বেকারিতে অভিযান চালায় ভ্রম্যমাণ আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করার দায়ে ওই বেকারির পরিচালককে এক মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ধ্বংস করা হয় পচে যাওয়া ও নোংরা পরিবেশে থাকা খাদ্যপণ্য।
এ অভিযানকালে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেক মূহিদ বলেন, ভোক্তা অধিকার আইন ২০১৯ এর ৫৩ ধারায় বেকারি পরিচালনার দায়িত্বে থাকা ওই ব্যক্তিকে জেল-জরিমানা করা হয়
দৈনিক আলোর প্রতিদিন’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
For Advertisement
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected]
Developed by RL IT BD
পাঠকের মন্তব্য: